1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নাটোরে রাস্তা বন্ধ করে সংবর্ধনা, পথসভা, শোডাউন - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১১ মে ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন

নাটোরে রাস্তা বন্ধ করে সংবর্ধনা, পথসভা, শোডাউন

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮

নাটোর প্রতিনিধি:  নাটোর-৪ আসনের বর্তমান সাংসদ আবদুল কুদ্দুস একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় তাকে বড়াইগ্রাম গুরুদাসপুর উপজেলার কয়েক হাজার নেতৃবৃন্দ ফুলেল সম্বর্ধনা দিয়ে বরণ করে নেয়। আজ সকাল ১১ টার দিকে সাংসদ আবদুল কুদ্দুস ঢাকা থেকে এলাকায় ফিরলে গুরুদাসপুরের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় হাজার হাজার জনতার ঢল নামে। পরে নেতাকর্মীর ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় তাকে। পরে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন সাংসদ। এ সময় বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদক, স্থানীয় জন প্রতিনিধিসহ বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় টোলপ্লাজা এলাকায় তীব্র যানযটের সৃষ্টি হয়। পরে মাইক্রোবাস ও কয়েকহাজার মোটর সাইকেল শোডাউন নিয়ে বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার উদ্দেশ্যে রওনা হন এমপি ও তার নেতাকর্মীরা। এদিকে এ ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে অনেকে মনে করছেন। তবে এ ব্যাপারে এখনো কেউ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেনি।

এ ব্যাপারে জেলার সহকারি রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার আবদুর রহিম জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে ইতিমধ্যে সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করা হয়েছে। এছাড়া বড়াইগ্রাম ও গুরুদাসপুর এলাকায় নিয়োজিত ম্যাজিষ্ট্রেটকে পাঠানো হয়েছে। এদিকে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের পুনরায় মনোনয়ন পাওয়ায় শফিকুল ইসলাম শিমুল এমপিকে বরণ করে নিতে বড়াইগ্রামের বনপাড়া বাইপাস মোড়ে শত শত মোটর সাইকেলসহ নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছে।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team