নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলায় যৌতুকের জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী।
এ ঘটনায় ঘাতকের পিতা কে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে ওই গৃহবধূর মৃত্যুর হয়।
নিহত রিনা বেগম(২২) গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের আগ-পুরুলিয়া গ্রামের রনি মোল্লার স্ত্রী এবং সদর উপজেলার শিব দুর্গা এলাকার মফিজ সর্দারের মেয়ে।
নিহত রিনা বেগম এক সন্তানের জননী।
নিহতের পিতা মফিজ সরদার জানান, ৫ বছর আগে রনির সাথে রিনার বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক দেয়ার কোনো কথা না থাকলেও প্রায়ই টাকার জন্য রিনাকে নির্যাতন করতো রনি।
মেয়ের নির্যাতন সহ্য করতে না পেরে এ পর্যন্ত এক লক্ষ টাকা রনিকে দেয়া হয়েছে। শনিবার সকালে রনি আবারও যৌতুকের জন্য রিনাকে চাপ সৃষ্টি করলে স্বামী- স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রিনা রনিকে টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করলে উত্তেজিত হয়ে রনি ধারালো অস্ত্র দিয়ে রিনাকে আক্রমণ করে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা রিনাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যার কিছু আগে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ নেয়ার পথে রিনার মৃত্যু হয়। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তিনি। বিষয়টি সম্পর্কে যোগাযোগ করা হলে গুরুদাসপুর থানার ওসি সেলিম
রেজা জানান, সন্ধ্যার পরে ঘাতকের পিতা হাবিল মোল্লাকে আটক করা হয়েছে। রনি পলাতক রয়েছে। তবে তাকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।