রাজশাহী (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচী পালন করে। শনিবার সকাল ৯টায় জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের কান্দিভিটুয়া অস্থায়ী কার্যালয়ে কালো পতাকাসহ জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি পালন শুরু করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও ১মিনিট নিরবতা পালন করা হয়। পরিশেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক শেখ, জেলা আওযামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলুসহ জেলা আওয়ামী লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-নেত্রীবৃন্দ। এছাড়াও এ দিবস উপলক্ষ্যে বিকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
খবর২৪ঘন্টা / সিহাব
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।