নাটোর প্রতিনিধি: নাটোরে মাসব্যাপী শীতবস্ত্র,হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা কলেজ মাঠে উইমেন এন্টারপ্রিনার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) আয়োজিত এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্তজা আলী বাবলুু, উইমেন এন্টারপ্রিনার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) এর সভাপতি আঞ্জুমান আরা পপিসহ কর্মকর্তাবৃন্দ। পরে অতিথিবৃন্দ মেলার স্টলগুলো ঘুরে দেখেন। মেলায় মোট ৫০ টি শীতবস্ত্র,হস্ত ও কুটির শিল্পের স্টল রয়েছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত স্টলগুলো দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
খবর২৪ঘন্টা/নই