নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলা দয়ারামপুর সোনাপুর এলাকা সোনাপুর মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে মাদ্রারাসা পরিচালনা কমিটির আয়োজনে বাগাতিপাড়া সোনাপুর মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার নতুন দ্বি-তল ভবনের ছাদ ধালাই কাজের উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময়ে অন্যন্যের মধ্য উপস্থিত ছিলেন সোনাপুর মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার সভাপতি আব্দুল ওহায়াব সহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মি।
খবর২৪ঘন্টা/নই