নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মাটিকাটা ট্রাক্টর নিয়ন্ত্রয় হারিয়ে আরিফ হোসেন (৩০) নামে একজন নিহত হয়েছে। বুধবার সকালে সাড়ে ১১টা দিকে বনপাড়া গোদড়া এলাকা দুরঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার মালিপাড়া গ্রামের আসরাফুল হোসেনের ছেলে।
বনপাড়া থাইওয়ে থানার ওসি আব্দুল আলিম জানায়, বনপাড়া মজনু ইটভাটা থেকে ইট বোঝাই করে যাওয়ার পথে বনপাড়া গোদড়া এলাকায় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় । ঘটনাস্থলে আরিফ মারা যায়।
পুলিশ লাশ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।
খবর ২৪ঘণ্টা/ নই