নাটোর প্রতিনিধি: নাটোরে স্ত্রীর সাথে বড় ভাইয়ের পরকিয়ার জেরে ছোট ভাইকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত ওমর ফারুক ওরফে মিঠু সদর উপজেলার সিংহারদহ এলাকার আব্দুল্লাহ মিয়ার ছেলে। নিহতের স্ত্রী আম্বিয়া বেগম তার ভাসুর আব্দুল কাদেরকে সাথে নিয়ে মিঠুকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন বলে আজ মঙ্গলবার সকালে পুলিশ সুপার লিটন কুমার সাহা এক প্রেস বিফিংএ এসব জানান।
পুলিশ সুপার আরও জানান, চলতি মাসের ৩ তারিখে ভাটা শ্রমীক মিঠু নামে এক জনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পিতা একটি হত্যা মামলা দায়ের করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে আটক করা হলে বের হয়ে আসে এক লোমহর্শক কাহিনী। স্বামীর বড় ভাইয়ের সাথে পরকিয়ায় জরিয়ে পরেন আম্বিয়া। ভাসুর আম্বিয়াকে বিয়ে করতে চাইলে মিঠুকে মেরে রাস্তা পরিস্কার করার পরিকল্পনা করে তারা। পরিকল্পনা মতে প্রথমে পান্তা ভাতের সাথে তিনটি ঘুমের ওষুধ খাওয়ানো হয় মিঠুকে। সে ঘুমিয়ে পড়লে বড় ভাই কাদের গামছা দিয়ে গলায় পেচিয়ে ধরে মিঠুর । কিছুক্ষণ পরে মৃত্যু নিশ্চিত হলে লাশ নিয়ে বাড়ির পাশে পুকুড়ে ফেলে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল এমন সময় মাটি বহন কারী ট্রাকের আলো দেখতে পেয়ে লাশটি বাড়ির সামনে রেখে পালিয়ে যায় তারা। আম্বিয়া ও কাদেরকে এই হত্যা মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। খবর২৪ঘন্টা /এবি