1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নাটোরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ৬ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১ জানয়ারী ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

নাটোরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ৬

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২০

নাটোর প্রতিনিধি: নাটোর সদরের দিঘাপতিয়া ইউনিয়নের পশ্চিম হাগুরিয়ায় জুম্মার নামাজ পড়াকে কেন্দ্র কওে এলাকাবাসীর সাথে পুলিশের সংঘর্ষে ৪ পুলিশ সদস্য সহ অন্তত ৫ জন আহত হওয়ার ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ইমামকে মারধর করার ঘটনায় মসজিদের মোয়াজ্জিন আব্দুস সামাদ বাদী হয়ে একামাত্র আসামী শাহীনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। অপরদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় নাটোর থানার এসআই আনহার বাদী হয়ে ২৫/২৬জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন। দুটি পৃথক মামলায় পুলিশ ছয়জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃতরা হলেন, শাহীন, আহমেদ . মহব্বত, আজিম, আরিফ ও মজনু।
এলাকাবাসী জানায় শুক্রবার জুমার নামাজে পূর্ব হাগুরিয়া মসজিদের ইমাম সাহেব সরকারি নীতি অনুযায়ী ১২ জন মুসল্লি নিয়ে মসজিদের দরজা বন্ধ করে জুমার নামাজ আদায় করেন। এতে স্থানীয় যুবক শাহীনসহ আরো কয়েকজন জুমার নামাজে অংশ নিতে ব্যর্থ হয়। নামাজ শেষে শাহীন মসজিদের ইমামের উপর চড়াও হলে মুসুল্লিরা তাকে মারপিট করে। এ ঘটনায় শাহিন পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের সাথে উত্তেজিত স্থানীয়রা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এলাকাবাসীর হামলা ও ইটপাটকেল নিক্ষেপে এক নারী কনস্টেবল ও পুলিশ পরিদর্শক সহ চার পুলিশ সদস্য আহত হয়। আহতরা হলেন পুলিশ পরিদর্শক আজহার ইসলাম কনস্টেবল সেকান্দার আলী ও নারী কনস্টেবল মঞ্জু।
এ ঘটনায় পরে পুলিশের এসআই আনহারের মামলায় পুলিশের ওপর হামলা, কর্তব্য কাজে বাধা প্রদানের অভিযোগে আহমেদ . মহব্বত, আজিম, আরিফ ও মজনুকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে। অপরদিকে ইমাম সাহেবের ওপর হামলার ঘটনায় শাহীনকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে নাটোর সদর সার্কেলের এসপি অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত জানান, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST