নাটোর প্রতিনিধি: নাটোরের দিঘাপতিয়া পি.এন. উচ্চ বিদ্যালয়ে অল ফর ওয়ান ফাউন্ডেশনের উদ্যেগে শিক্ষাথীদের সচেতন করতে “মাসিক সাস্থ্য সেবা ও নিরাপদ স্পর্শ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠীত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ে এই সচেতনতা সেমিনারে মাসিক স্বাস্থ্যসেবা, নিরাপদ স্পর্শ সম্পর্কে ঙ্গান দেওয়া হয়। এসময় সেমিনারে উপস্থিত থেকে ছাত্রীদের ঙ্গান গর্ব বক্তব্য দেন “অল ফর ওয়ান ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার “মনিরা মনি” সহ অল ফর ওয়ান ফাউন্ডেশনের এক ঝাক তরুন তরুনি, সেখানে বক্তব্য দিয়েছেন, মনিরা মনি, সানজিদা টুম্পা, জান্নাতুল ফেরদৌস চৈতী, মানাফ মেহেদী।
সেমিনারে সার্বিক সহযোগিতা করে দিঘাপতিয়া পি.এন. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ দুই জন শিক্ষক ও বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা এবং দর্শক হিসাবে ছিলেন শিক্ষার্থীর বন্ধুরা।
মোঃ রাশেদুল ইসলাম
খবর ২৪ঘণ্টা/ জেএন