1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নাটোরে ন্যুনতম মজুরীর দাবীতে স্বর্ণশিল্প কারিগরদের মানববন্ধন রাস্তা অবরোধ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১০ মে ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

নাটোরে ন্যুনতম মজুরীর দাবীতে স্বর্ণশিল্প কারিগরদের মানববন্ধন রাস্তা অবরোধ

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ মে, ২০১৮

নাটোর প্রতিনিধি: বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) প্রস্তাবিত ক্যাডিয়াম ও হলমার্ক ভিত্তিক গহনা প্রস্তত পদ্ধতি প্রত্যাহার করে পূর্বের ন্যায় ভরিপ্রতি ন্যুনতম মজুরী নির্ধারণের দাবীতে আহুত কর্মবিরতির দ্বিতীয় দিনে নাটোরে মানববন্ধন ও রাস্তা অবরোধ করে বিক্ষোব করে স্বর্ণশিল্প কারিগররা। সোমবার দুপুরে শহরের পিলখানা এলাকায় দুই শতাধিক জুয়েলার্সের কয়েক হাজার কারিগর এ কর্মসূচীতে অংশ নেয়। মানববন্ধনে অভিযোগ করেন করিগররা, বাজুস কর্তৃক প্রস্তাবিত ক্যাডিয়াম ও হলমার্ক ভিত্তিক গহনা প্রস্তত পদ্ধতিতে ২১ ও ২২ ক্যারেটের এর গহনার জন্য ২৫০০ টাকা ও ১৮ ক্যারেটের জন্য ১০০০ টাকা নির্ধারিত হয়েছে। এতে তাদের মাসিক আয় দাঁড়ায় মাত্র ১০ হাজার টাকা। অথচ সনাতনি পদ্ধতিতে প্রতি ভরিতে ৪০০০ টাকা হিসেবে মাসে ১৬ হাজার টাকা পেতেন। এ সময় দ্রব্যমূল্যের উর্ধগতির বাজারে পারিশ্রমিক বাড়ানোর পরিবর্তে কমানোর এ পদ্ধতি দ্রুত প্রত্যাহারের দাবী করা হয়। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ইউনিয়নের সভাপতি প্রশান্ত কুমার, সাধারণ সম্পাদক শাহজাহান শেখ ,সহ-সভাপতি রানা ঘোষ, কোষাধ্যক্ষ বিমান দাস, সহ-সম্পাদক গোপেশ সরকার প্রমুখ।

আজকের মধ্যে দাবী না মানা হলে মঙ্গলবার থেকে অনশনের কর্মসূচী পালন করা হবে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাহান শেখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেন তারা ।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team