নাটোর প্রতিনিধি: মুজিব বর্ষ উপলক্ষে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল চিনিকলে বঙ্গবন্ধু চত্বরের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নর্থ বেঙ্গল সুগার মিল হাইস্কুলের সামনে শহীদ মিনারের পাশে এর ফলক উন্মোচন করেন স্থানীয় সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আবদুল কাদের , জি এম প্রশাসন আনোয়ার হোসেন, জি এম অর্থ সাইফুল ইসলাম, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম কাওসার ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু সহ চিনিকলের কর্মকর্তা, কর্মচারীসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
পরে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন এমপি বকুল।
খবর২৪ঘন্টা/নই