নাটোর প্রতিনিধি: নাটোর-২( সদর) আসনের ধানের শীষ প্রার্থীর গাড়ী বহরে হামলার অভিযোগ পাওযা গেছে। এ সময জেলা বিএনপির সহ-সভাপতি বিএনপি প্রার্থী সাবিনা ইযাসমিন ছবি হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। বুধবার দুপুরে সদর ও নলডাঙ্গা উপজেলার সীমান্তবর্তী ত্রিমোহনী এলাকায এই ঘটনা ঘটে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক জানান, বুধবার দুপুর বারোটার কিছু পরে শহরের আলাইপুর এলাকায় জেলা বিএনপির অস্থাযী কার্যালয থেকে নলডাঙ্গা উপজেলার উদ্দেশ্যে প্রচারণায বের হয় ধানের শীষ প্রতীক প্রার্থীর গাডী বহর। গাডী বহরটি ত্রিমোহনী এলাকায পৌঁছলে পেছন থেকে ১০-১২ জন দূবৃত্ত লাঠিসোঁটা হাতে গাড়ী বহরে হামলা চালায়।
এ সময অন্য গাডী পার হয়ে গেলেও প্রার্থী সাবিনা ইযাসমিন ছবির গাডীতে লাঠি দিয়ে আঘাত করে আক্রমনকারীরা। এতে তিনি সামান্য আহত হন। পরে স্থানীয ডাক্তারের সাহায্যে ছবির হাতে ব্যান্ডেজ করা হয়। বিকেল পর্যন্ত হাতে ব্যান্ডেজ নিয়েই বিভিন্ন পথসভায বক্তব্য রাখেন সাবিনা ইয্াসমিন ছবি। এ সময তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি হামলাকারী ছাত্রলীগ-যুবলীগ কর্মী দাবি করে অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, এ ঘটনায এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা.কম/জন