নাটোর প্রতিনিধি: করোনায় বিপাকে পড়া হতদরিদ্র-দুস্থ পরিবারের মাঝে আজ লাভলী ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।নাটোরের লালুপর উপজেলার গোপালপুর আজ বৃহস্পতিবার দুপুরে পৌরসভায় ২৫০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন লাভলী ফাউন্ডেশন। অলাভজনক ও স্বেচ্ছাসেবী এই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পৌর এলাকার কেশবপুর,ভূঁইয়াপাড়া,চকনাজিপুরসহ পুরো পৌরসভাতেই খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে চাল,ডাল,আলু,সয়াবিন তেল ও পেঁয়াজ দেয়া হয়।
লাভলী ফাউন্ডেশনের অন্যতম সদস্য গোলাম মোর্তুজা লিলি নিজ হাতে এসব খাদ্য দুস্থদের মাঝে পৌঁছে দেন। এসময় তিনি বলেন- ‘আমরা লাভলী ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সহায়তা আগামী দিনেও চালিয়ে যাবো। তিনি জনসাধারণকে করোনা ভাইরাসে অতংকিত না হয়ে সচেতন হবার আহ্বান জানান।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।