নাটোর প্রতিনিধিঃ “বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ-স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে দিন ব্যাপী প্রাণী সম্পদ মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার শহরের কানাইখালী মাঠ থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুজ্জামান ভুঁঞা । এসময় অণ্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানু , জেলা প্রাণী সম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ সেলিম উদ্দিন ,জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সহ অন্যান্যরা।
খবর২৪ঘণ্টা.কম/নজ