নাটোর প্রতিনিধিঃ
নাটোর তেবারিয়া এলাকায় নাটোর-রাজশাহী মহা সড়কে আব্দুল কুদ্দুস প্রারামানিক (৫৮) নামে এক মাছ ব্যবসায়ী রাস্তা পাশে দাড়িয়ে থাকা অবস্থায় চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এঘটনায় তেবারিয়া ইউনিয়ানের মৃত শফি প্রারামানিকে ছেলে আব্দুল কুদ্দুস প্রারামানিকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে একডালা পৌছালে তিনি মৃত্যুবরন করেন। নাটোর সদর থানার এসআই আকরাম হোসেন জানায়, তেবারিয়ার এলাকায় আব্দুল কুদ্দুস প্রারামানিকে যে প্রাইভেটকার চাপা দিয়ে পালিয়ে যাবার সময় গাড়িটি জব্দ করে পুলিশ । এসময় গাড়ির ডাইভার কে আটক করা হয় । নাটোর সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন দূর্ঘটনার নিহতর বিষয়টি নিশ্চিত করে ।
খবর২৪ঘন্টা / সিহাব