নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলায় ইট বহনকারী ট্রলির চাপায় সৌরভ (৮) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার দরাপপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। সৌরভ একই এলাকার শহীদুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানায়, সৌরভ দুপুরে বিদ্যালয় থেকে ফেরার পথে ইট বহনকারী ট্রলি পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে প্রেরণ করলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এদিকে বিক্ষুব্ধ জনতা কয়েকটি ট্রলির ড্রাইভারদের আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে।
জেএন