নাটোর প্রতিনিধিঃ কৃষিপ্রধান জেলা নাটোরে ঝড়হাওয়া আর শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গেল রাতের ঝড় আর শিলাবৃষ্টিতে জেলার সকল উপজেলায় গম, মটর, মসুর, আমসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। হঠাত এমন ঝড়হাওয়ায় বড় ধরনের লোকসান গুনতে হবে বলে জানান ক্ষতিগ্রস্থ কৃষকরা। বৃষ্টিপাতে উঠতি মটর কালো আর পোকার আক্রমনে লোকসানের পাশাপাশি গম পড়ে যাওয়ায় দানা না হয়ে ফলন বিপর্যয়ের আশংকায় শংকিত কৃষক।
অপরদিকে ঝড় হাওয়ায় আমের মুকুল ঝড়ে পড়ায় উৎপাদন ব্যাহত হবার আশংকা। এদিকে কৃষি বিভাগ বলছে ক্ষয় ক্ষতির পরিমাণ এখন নিরুপন করা সম্ভব হয়নি। তবে কিছু ফসলের ক্ষতি হলেও পেঁয়াজ রসুন ভুট্টাসহ বেশিরভাগ ফসলের উপকার হবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ