নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়ানের পশ্চিম হাগুরিয়ায় মসজিদে জুম্মার নামাজ পড়াকে কেন্দ্র করে সংঘর্ষে হয়ে। সংঘর্ষে ৪ পুলিশ সদস্য সহ অন্তত ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় এক ইউপি সদস্য সহ ৯ জনকে আটক করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, আজ শুক্রবার জুমার নামাজে পূর্ব হাগুরিয়া মসজিদের ইমাম সাহেব সরকারি নীতি অনুযায়ী ১২ জন মুসল্লি নিয়ে মসজিদের দরজা বন্ধ করে জুমার নামাজ আদায় করেন। এতে স্থানীয় যুবক শাহীনসহ আরো কয়েক জন জুমার নামাজে অংশ নিতে ব্যর্থ হয়। নামাজ শেষে শাহীন মসজিদের ইমামের উপর হামলা করে। পরে মুসুল্লিরা শাহীনকে মারপিট করে। এ ঘটনায় পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের সাথে স্থানীয়রা সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে জড়িতদের ধরতে এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।
খবর২৪ঘন্টা/নই