নাটোর প্রতিনিধিঃ নাটোরে উপজেলা পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন ও ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর মেলার দুই দিনের সমাপনি হয়েছে।
মঙ্গলবার বিকেলে নাটোর সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন ও বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল ।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আকতার বানুর, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক সামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্ত্তুাজা আলী বাবলু ,জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, প্রমুখ। এসময় তিনি উপজেলা পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন ও বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে প্রাথমিক, মার্ধমিক, কলেজ পর্যায়ে ৪৭জন শিক্ষার্থীদের মাঝে ১লক্ষ ৮২ হাজার টাকার ঐচ্ছিক তহবিল থেকে চেক ও পুরুষ্কার বিতরন করেন।
khobor24ghonta.com
এর পরে প্রধানমন্ত্রী ত্রান তহবিল থেকে সুবিধা বঞ্চিত মহিলাদের উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় গঠিত সমিতির সুবিধাভোগী সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী ত্রান তহবিল থেকে ৩ জন কে ৭০ হাজার টাকা এবং সমবায় থেকে ১৩ জনকে ১৩ লাখ টাকার চেক বিতরন করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ
————————————- khobor24ghonta.com এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ————————————-