1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নাটোরে গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে দুই ব্যক্তিকে দন্ডাদেশ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জানয়ারী ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন

নাটোরে গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে দুই ব্যক্তিকে দন্ডাদেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্ুয়ারী, ২০২০

নাটোর প্রতিনিধি: রাজশাহী থেকে নাটোরগামী চলন্ত বাসে এক গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে দুই ব্যক্তিকে কারাদন্ড ও অর্থদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে নাটোর সদর উপজেলার বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম এই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, নাটোর শহরের বলারিপাড়ার স্বপন হোসেনের ছেলে মোহাম্মদ শাওন (৩২) ও একই এলাকার আবদুল হকের ছেলে মনির হোসেন (৩৮)। ভুক্তভোগী গৃহবধূর বরাত দিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জানান, স্বামীসহ এক নারী গতকাল সোমবার রাতে বাসে রাজশাহী থেকে নাটোরে ফিরছিলেন। এসময় গাড়িতে ভিড়ের সুযোগে শাওন বারবার ওই নারীর শরীর স্পর্শ করেন। শাওনকে সহযোগিতা করেন তার বন্ধু মনির হোসেন।পরে ভুক্তভোগী নারী ৯৯৯ নম্বরে কল করে অভিযোগ জানালে পুলিশ-র‌্যাব বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় অবস্থান নেয়। বাসটি বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় পৌঁছালে দু’জনকে আটক করে পুলিশ। জাহাঙ্গীর আলম আরও জানান, গৃহবধূকে যৌন হয়রানির অপরাধে মোহাম্মদ শাওনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তাকে সহযোগিতা করায় মনির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST