নাটোর প্রতিনিধি: করোনা ভাইরাস পরিস্থিতিতে সৃষ্ট দূর্যোগে প্রধান মন্ত্রীর বিশেষ মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় নাটোরের ৫২ হাজার দুস্থ ও অতিদরিদ্র কর্মহীন পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাঁচজন উপকারভোগীর হাতে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আড়াই হাজার টাকা করে অর্থ সহায়তা তুলে দিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। এ সময় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাটোর জেলা প্রশাসকের কনফান্সে রুমে যোগ হন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ জনপ্রতিনিধি এবং জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, জেলার সাতটি উপজেলা এবং আটটি পৌরসভা পর্যায়ে মোট ৫২ হাজার দুস্থ ও অতিদরিদ্র কর্মহীন কর্মজীবী ব্যক্তি বা পরিবারের তালিকা পর্যায়ক্রমে চূড়ান্ত করা হয়েছে। জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কর্মসূচী বাস্তবায়ন কমিটি এই সকল ব্যক্তিদের হাতে বরাদ্ধকৃত অর্থ তুলে দিবেন। ৫২ হাজার জনগোষ্ঠির মাঝে জনপ্রতি আড়াই হাজার টাকা করে মোট ১৩ কোটি টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিতরণ করা হচ্ছে।
খবর২৪ঘন্টা/নই