নাটোর প্রতিনিধি: নাটোরে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার সকাল ৯টায় হটিকারচার সেন্টারে হল রুমে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আয়োজন এই প্রশিক্ষণ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের প্রথম দিনে সাংবাদিকতার প্রয়োজনীয় ও খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবহিতকরণ, সমসাময়িক প্রেক্ষাপটে সাংবাদিকতার চ্যালেঞ্জ ও এর উত্তরণের উপায়, সাংবাদিকতার নীতিমালা ও আইন সম্পর্কে অবহিতকরণ, সাংবাদিকতার ইতিবাচকতা ও অপসাংবাদিকতার নেতিবাচকতা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।
রিসোর্সপার্সন হিসেবে উদ্বোধনী সেশন পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন ড. প্রদীপ কুমার পান্ডে। তিনদিনের প্রশিক্ষণে পিআইবি’র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। এসময় নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন, মোহনা টিভির জেলা প্রতিনিধি রাশেদুল ইসলামসহ ৪০জন গনমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ