নাটোর প্রতিনিধি: করোনা ভাইরাস প্রার্দুভাবের কারণে সংক্ষিপ্ত পরিসরে নাটোরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে।
শুক্রবার নাটোর শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই দিবস পালন করা হয়। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপির নেতৃত্বে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেন নেতা-কর্মীরা। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়। এসময় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রত্মা আহমেদ, পৌর মেয়র উমা চৌদুরী জলি সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মেহেরপুর জেলার মুজিবনগরের আম্রকাননে প্রথম সরকার গঠন করে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করেন।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।