নাটোর প্রতিনিধি: নাটোরের ছাতনী ইউনিয়নের মাঝদিঘায় কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া এনজিও মালিককের বিচার ও বিনিয়োগকৃত টাকা ফেরতের দাবিতে মানব বন্ধন করেছে এনজিও বিনিয়োগকারীরা।
আজ সোমবার দুপুরে ছাতনী উচ্চ বিদ্যালয়ের সামনে মাঝদিঘা বর্ষা মাঝদিঘা ক্ষুদ্র ব্যবসায়ি সমবায় সমিতি এবং হেলপ সোসাইটির মালিক কামরুল ইসলামের বিচারের দাবী ও বিনিযোগকৃত টাকা ফেরতের দাবীতে মানববন্ধনে অংশগ্রহন করেছে হতদরিদ্র বিনিযোগ কারীরা ।
মানব বন্ধনে বক্তব্য বলেন কথিত এনজিওর নামে গ্রাহক ও বিনিয়োগকারীদের কয়েক কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া কামরুল ইসরামের বিচার দাবি এবং বিনিয়োগকৃত টাকা ফেরতের দাবি জানান।
এদিকে ছাতনী ইউনিয়ানের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, বর্ষা মাঝদিঘা ক্ষুদ্র ব্যবসায়ি সমবায় সমিতি ও হেলপ সোসাইটির সাথে আমি জড়িত না। আমার রাজনৈতিক পরিবেশ নষ্ট করার জন্য কিছু লোক আমার নাম জড়াচ্ছে।
খবর২৪ঘন্টা/নই