নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় তফিকুল ইসলাম (৪০) নামে স্থানীয় এক কীটনাশক ব্যবসায়ী খুন হয়েছেন।
শনিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
শুক্রবার সন্ধ্যায় চকনওগাঁ গ্রামের তিন মাথা মোড়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে তার মুখে বিষ ঢেলে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
তফিকুল ইসলাম উপজেলার তাজপুর ইউনিয়নের চকনওগাঁ গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুসের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় তফিকুল ইসলাম তেমুখ নওগাঁ বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে চকনওগাঁ তিন মাথা মোড়ে বেশ কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে মুখে বিষ ঢেলে দেয়।
তাকে উদ্ধার করে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ