বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোর সদর,বড়াইগ্রাম ও গুরুদাসপুর থানায় অভিযান চালিয়ে বিএনপি জামায়াতের ২৮ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রাত থেকে অদ্য মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা করেছে।
আটককৃতদের মধ্যে নাটোর সদর থানায় রয়েছে ১৮ জন, বড়াইগ্রামে থানায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কাদের ও সাধারন সম্পাদক সহ ৭ জনের ও গুরুদাসপুর থানায় ৩ জন আটক করা হয়েছে পুলিশ। নাটোর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, বিভিন্ন নাশকতা মামলায় ও গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়েছে। পরবর্তীতে তাদের নাটোর আদালতের মাধ্যেমে জেল হাজতে পাঠানো হয়।
খবর ২৪ঘণ্টা/ নই