নাটোর প্রতিনিধি: আনুষ্ঠানিক ভাবে নাটোর শহরের পিটিআই ট্রেনিং সেন্টার সহ পৌর সভার বিভিন্ন স্কুলে ২লাখ ৪০হাজার ভোটারে হাতে পর্যাক্রমে স্মার্ট জাতীয় কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। বৃহস্পতিবার সকালে পৌর শহরের পিটিআই ট্রেনিং সেন্টারে স্মার্ট কার্ড বিতরণ হয়। নাটোরের সাতটি উপজেলার মধ্যে প্রাথমিক পর্যায়ে সদর উপজেলা এবং পৌরসভায় এই কার্যক্রম শুরু হয়েছে। ২০১৫সাল বা তার আগে ভোটার হয়েছে এমন সদর উপজেলার ২লাখ ৪০হাজার ভোটারের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়া হবে। তবে মেশিনের ধির গতির কারণে আইরিশ এবং আঙুলের ছাপ দিতে সময় বেশি লাগছে বলে জানান কার্ড সংগ্রহকারীরা।
এই স্মার্ট পরিচয় পত্র ব্যাবহার করে প্রাথমিক ভাবে ২৫টি সেবা নিতে পারবে জনগন। মোট ১৩ লক্ষাধিক ভোটারের হাতে এই স্মার্ট জাতীয় পরিচয় পত্র নির্ধারিত স্থানে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন