নাটোর প্রতিনিধি: নাটোর শহরের আলাইপুরস্থ পিডিবির পরিত্যাক্ত কলোনীর একটি ভবনে অজ্ঞাত যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে পুলিশ পরিত্যাক্ত ওই ভবন থেকে লাশ উদ্ধার করে।
নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত জানান, সন্ধ্যার দিকে পিডিবির কলোনীর মাঠে শিশুরা খেলা শেষে ফেরার সময় পরিত্যাক্ত ভবনের দ্বিতীয় তলায় লাশ দেখে এলাকাবাসীকে খবর দেয়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয় । খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরন করে।
আবুল হাসনাত আরো জানান, ওই ভবন পরিত্যাক্ত হওয়ায় এলাকাবাসী সে দিকে কেউ যায়না। দিনের কোন সময় ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়। পরিত্যাক্ত ওই ভবনের ছাদ থেকে দুই জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। স্যান্ডেল গুলো হত্যার সাথে জড়িতের হতে পারে বলে জানান তিনি।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।