নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের নিবন্ধিত কাজী গিয়াস উদ্দিন ও তার দুই সহযোগী আলাউদ্দিন এবং চাঁদ মোহাম্মাদ কে আটক করেছে পুলিশ। বুধবার রাতে বাল্য বিয়ে পড়ানোর অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ তাদেরকে আটকের নির্দেশ দেন। বড়াইগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাতে জানান, সম্প্রতি একটি স্কুল শিক্ষকের মাধ্যমে অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। বিষয়টি তদন্তের জন্য জোনাইল এলাকায় গেলে স্থানীয়রা কাজী গিয়াস উদ্দিন (৫২), আলাউদ্দিন (৪৫) ও চাঁদ মোহাম্মাদ নামে বাল্যবিয়ে পড়ানোর মৌখিক অভিযোগ করেন। এ সময় তাদের কাছে রক্ষিত রেজিস্টার জব্দ করলে সাদা কাগজে বর-কনের নাম ঠিকানা এবং রেজিস্টারের ফাঁকা পাতায় স্বাক্ষর নেওয়া অবস্থায় পাওয়া যায়। এসময় তাদের আটক করা হয়।
তিনি আরো বলেন, বাল্য বিয়ে সুস্পষ্ট আইনের লঙ্ঘন। এর সঙ্গে জড়িতদের কোন ছাড় দেওয়া হবে না।
খবর২৪ঘণ্টা.কম/নজ