নাটোর বড়াইগ্রামে পুকুর পাড় থেকে এক যুবকের লাশ উদ্ধার
প্রকাশের সময় :
মঙ্গলবার, ২২ মে, ২০১৮
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে আলিফ হোসেন (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ভরতপুর বিলের একটি পুকুর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আলিফ উপজেলার আদগ্রামের ফয়েজউদ্দিনের ছেলে। সে লক্ষীকোল বাজারের একটি মিষ্টির দোকানের কর্মচারী ছিল।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) সৈকত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশটি উদ্ধার করেছে। লাশটি পোষ্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে।