নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়া উপজেলার এস.এস.সি পরীক্ষায় ভালো ফলাফল করায় কৃতিশিক্ষাথীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বাগাতিপাড়া উপজেলা নিজ কার্যলয়ে জাতীয় ছাত্র সমাজের আয়োজনে ০৭ নং ওয়ার্ডে এ বছর (২০১৮) এস.এস.সি পরীক্ষায় ভালো ফলাফল করায় মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে কলম এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর হয়। শিক্ষার্থীরা যাতে ভবিৎসতে ফলাফল ভালো করে সেই উপলক্ষে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃতি শিক্ষার্থীদের হাতে কলম ও ফুল তুলে দেন নাটোর জেলা জাতীয় পাটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাডভোকেট সোহেল রানা।
এসময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা জাতীয় পাটির সভাপতি সমসের আলী, উপজেলা জাতীয় ছাত্র সমাজ সভাপতি সজিব আহমেদ, উপজেলা জাতীয় ছাত্র সমাজ সাধারন সম্পাদক আঃ মান্নান ,উপজেলা মহিলা জাতীয় পাটির সভানেতৃ সহ প্রমূখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ