নাটোর প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর জেলা বিএনপি তাদের দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেছে।
রবিবার দুপুরে জেলা বিএনপি’র সহ সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে এই স্মারকলিপি প্রদান করেন। স্মাকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সিংড়া আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, পৌর বিএনপি সভাপতি,জেলা আইনজীবি সমিতির সভাপতি রুহুল আমিন টগর ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের।
জেলা বিএনপি’র সহ সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু জানান,স্মারকলিপিতে বেগম খালেদা জিয়াসহ কারাগারে আটক সকল বন্দি বিএনপি নেতা-কর্মীদের মুক্তির দাবী করা হয়েছে। একই সাথে একটি অবাধ, সুষ্ঠু ও সকলের কাছে গ্রহনযোগ্য নির্বাচনের প্রক্রিয়া গ্রহন করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
খবর২৪ঘন্টা/নজ