নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের উপজেলা প্রতিনিধি দিল মোহম্মদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গুরুদাসপুর থানার সামনে এই কর্মসুচি পালন করা হয়।
ঘন্টাব্যাপী এই কর্মসুচিতে গুরুদাসপুর উপজেলার সাংবাদিক সহ জেলার অন্যান্য উপজেলার সাংবাদিকরা অংশ গ্রহন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গুরুদাসপুর চলনবিল প্রেসক্লাবের সভাপতি আতাহার হোসেন,সাধারন সম্পাদক আলী আক্কাস,যুগান্তরের বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি ওহিদুল ইসলাম সহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, রাতের অন্ধকারে এভাবে সাংবাদিকদের ওপর হামলা করে তাদের লেখনী বন্ধ করা যাবে না। সাংবাদিক তাদের লেখনী চালিয়েই যাবে।
আগামী দুই দিনের মধ্যে যদি চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হয় তাহলে আরো কঠোর কর্মসুচি দেওয়া হবে। সেজন্য তারা দ্রুত হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান। উল্লেখ্য,গত রাত ১০ টার দিকে পেশাগত দায়িত্বপালন শেষে মোটর সাইকেল যোগে নিজ বাড়ীতে ফেরার পথে ৫/৬ জন সন্ত্রাসী তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এসময় দিল মোহম্মদের আত্ম চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় সাংবাদিক দিল মোহম্মদ বাদী হয়ে শুক্রবার ৪জনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেছন।
এবিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বলেন, আহত সাংবাদিক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশী অভিযান শুরু হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন