চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিষধর সাপের কামড়ে মফিজুল হক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি সদর ইউনিয়েন নেজাম উদ্দীনের ছেলে।একজনের মৃত্যু হয়েছে।
নিহতের স্বজনরা জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ৬টার সময় মফিজুল হক গরুর খাবারের জন্য জন্য খড়ের গাদা হতে খড় টানতে গেলে বিষধর গোখর সাপ তার হাতে কামড় দেয়।কিছুক্ষনের মধ্যে তার অবস্থা আশংকাজনক হলে তাকে প্রথমে নাচোল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
খবর ২৪ঘণ্টা/ নই