নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সক্রিয় তিন সদস্যকে আটক করেছে র্যাব-৫। গত সোমবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটের দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল সোমবার গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে নাচোলের টিকোইল এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে সানাউল্লাহ (৬৬), নিজামপুর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে ফটিক (৫০) ও দোগাছি গ্রামের আব্দুস সামাদের ছেলে আশরাফুল ইসলাম (৩৪) কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩ টি উগ্রবাদী উদ্ধার করা হয়।
এস/আর