চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাইক্রোবাসের ধাক্কায় মোজাম্মেল হোসেন (৬৮)নামে এক পথচারী নিহত হয়েছে। তিনি উপজেলার নেজামপুর ইউনিয়নের অমৃতপুর গ্রামের মৃত ফানুস মন্ডলের ছেলে। নাচোল থানার ওসি চৌধূরি যোবায়ের আহমেদ জানান,শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বটতলা হতে বাড়ী ফিরছেলেন মোজাম্মেল হোসেন। এসময় পেছন দিক হতে দ্রুতগতির একটি মাইক্রোবাস চাপা দিয়ে পালিয়ে যায়।
বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান,নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মাইক্রোবাসটি আটকের চেষ্টা চলছে।
খবর ২৪ঘণ্টা/ নই