চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গাছে ঝুলন্ত অবস্থায় নিশান (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নাচোল পৌর এলাকার পাইলট হাই স্কুল পাড়ায় এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকাল পোনে ৬ টার দিকে প্রতিবেশীরা লাশ ঝুলতে দেখতে পেয়ে তার মামাকে জানায়। পরে তার মামলা পুলিশকে জানায়। খবর পেয়ে নাচোল থানার ওসি (তদন্ত) আব্দুল ওয়াহাব ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে।
মৃতের নানা আব্দুল সোভান জানান, তার মেয়ে সাবিনা ও মেয়ের জামাই ফারুক তাদের ৭ মাসের শিশু সন্তান নিশানকে রেখে জীবিকার তাগিদে ঢাকাতে চলে যায়। ঢাকাতে স্বামী-স্ত্রী কাজ করার ১ বছর পর বাড়ী ফেরার পথে মেয়ের জামাই ফারুক সড়ক দূর্ঘটনায় মারা যায়। মেয়ে সাবিনা প্রায় ৪ বছর হল ঢাকাতে দ্বিতীয় বিয়ে করেছে। তার সংসারে ৩ বছরের শিশু কন্যা সোনিয়া জন্মগ্রহণ করেছে। মেয়ে সাবিনা প্রায় ১৮বছর হয়ে গেল তার গর্ভের সন্তান নিশানের কোনদিন খোঁজ-খবর রাখেনি। এ হতাশা ও ক্ষোভ থেকে নিশান মাদকে আশক্ত হয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
এ বিষয়ে নাচোল থানার ওসি (তদন্ত) আব্দুল বলেন, নিশান ছোট বেলা থেকে নানা আব্দুল সোভানের বাড়িতে বড় হয়েছে। কিছুদিন ধরে সে মাদকাসক্ত ছিল। কয়েকদিন থেকে বাড়িতে সকলের সাথে অস্বাভাবিক অচরণ করছিল। নাচোল হাইস্কুলের দক্ষিণের ফুটবল মাঠের একটি আমগাছের ডালে নাইলনের রশি গলায় ফাঁস দিয়ে ওই যুবক আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃতের লাশ উদ্ধারের সময় তার দু’পা হাটু গাড়া অবস্থায় ঝুলন্ত ছিল। প্রাথমিকভাবে পুলিশের ধারনা উঁচু আমগাছের ডাল থেকে চিকন নাইলনের রশি গলায় ফাঁস দিয়ে ঝাঁপ দেয়ার ফলে রশিটি বেড়ে যেতে পারে। তবে ফাঁসির আলামত দেখে অনেকেই ঘটনাটি সন্দেহের চোখে দেখছে। নিহতের স্বজনরা খবর দিলে নাচোল থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে নাচোল থানায় একটি অপমৃত্যু মামালা হয়েছে।
এস/আর