চাঁপাই ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হাত-পা বাঁধা অবস্থায় পোল্ট্রি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত ব্যক্তি হলেন- নাচোল সদর ইউনিয়নের খেসবা গ্রামের মৃত লুৎফল হক হাজীর ছেলে এনামুল হক (৫২)। পুলিশের ধারণা, এনামুল হককে পরিকল্পিতভাবে শ্বাসরুদ্ধ করে হত্যার পর দুর্বৃত্তরা তার হাত-পা বেঁধে আমগাছের সাথে ঝুলিয়ে রেখে যায়।
জানা গেছে, এনামুল হক পোল্ট্রি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার কয়েকটি খামার ছাড়াও পেয়ারা বাগান রয়েছে। নিহতের পারিবারিক সূত্র জানিয়েছে,এনামুল হক বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। এর পর নিজ গ্রামের একটি পিকনিকে অংশ নিলেও রাত ১০টার দিকে না খেয়ে চলে আসেন। গভীর রাত হলেও এনামুল হক বাড়িতে না ফেরায় তাকে খোঁজার জন্য পরিবারের সদস্য বের হন। বাড়ি থেকে কিছু দুরে এনামুল হকের হাতছড়ি রাস্তায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। এরপর তারা রাস্তার পাশে একটি পুকুর পাড়ে আমগাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় এনামুলের মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ রাত ৩টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
এনামুল হকের বড়ভাই ডা. আনোয়ারুল হক জানান,এনামুল ছিল শান্ত প্রকৃতির। পোল্ট্রি ব্যবসার সঙ্গে সে জড়িত ছিল।
নাচোল থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এনামুল হকের বাড়ি থেকে কিছুটা দূরে একটি আমগাছের সাথে মুখে টেপ, হাত-পা বাঁধা অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা এনামুল হককে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে।
এ ব্যাপারে মৃত এনামুল হকের স্ত্রী লতিফা বেগম বাদী হয়ে নাচোল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এতে অঞ্জাতনামাদের আসামী করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ