খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় কোগি রাজ্যে কৃষকদের ওপর বন্দুকধারীদের হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। সোমবার স্থানীয় পুলিশ এ কথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
কোগি পুলিশ প্রধান আলি জাঙ্গা জানান, রবিবার এই ঘটনায় অন্তত পাঁচ স্থানীয় বাসিন্দা ও পাঁচ বন্দুকধারী নিহত হন। তিনি আরও জানান, কোগির কাপাঞ্চে শহরে ওই হামলার পর নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে যুদ্ধে বন্দুকধারীরা নিহত হন।
ওই পুলিশ কর্মকর্তা জানান, সেখান থেকে বন্দুকধারীদের কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই সহিংসতায় পাঁচটি বাড়ি ও বেশ কয়েকটি গাড়ি এবং অন্যান্য অনেক সম্পদ আগুনে পুড়ে গেছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ