নিজস্ব প্রতিবেদক :
ফেরার দেশে চলে গেলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত রাজশাহীর নৃত্যুগুরু বজলার রহমান বাদল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। রোববার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে, নৃত্যগুরু বজলুর রহমান বাদল গত শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে গভীর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বেড না পেয়ে মেঝেতেই চিকিৎসা নেন তিনি।
খবর পেয়ে শনিবার রাসিকের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান তাকে হাসপাতালে দেখতে যান। মেয়রের হস্তক্ষেপে তিনি হাসপাতালে বেড পান। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ইনসেনটিভ কেয়ার ইউনিট আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
খবর২৪ঘণ্টা/এমকে