পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেলো নাটোরের নলডাঙ্গা পৌরসভার ০৯টি ওয়ার্ডের ৩ হাজার ৮১ দরিদ্র ও দুঃস্থ পরিবার। তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে নগদ ১৩ লাখ ৮৬ হাজার ৪৫০ টাকরা ভিজিএফ (অর্থ) বিতরন করা হয়েছে। শনিবার (১০ মে) দুপুর ১২টার সময় নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয় চত্বরে পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির এই বিতরন কার্যক্রমের
উদ্বোধন করেন। পরে ওর্য়াড ভিত্তিক সামাজিক দুরুত্ব ও স্বাস্থ্য বিধি মেনে সুবিধা ভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি ও কাউন্সিলর শরিফুল ইসলাম পিয়াস, কাউন্সিলর জামাল হোসেন, আবু বক্কর, আজাহার আলী, মহিলা কাউন্সিলর হাওয়া বেগম, ডলি খাতুনসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ।
এস/আর