1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নরসিংদীতে এক যুবককে কুপিয়ে হত্যা - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন

নরসিংদীতে এক যুবককে কুপিয়ে হত্যা

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: নরসিংদীতে রাসেল (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার (০৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দগরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাসেল ওই গ্রামের রেনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর ধরে পারিবারিক ভিটা সীমানা ও আমগাছকে কেন্দ্র করে প্রতিবেশী জাবেদ মিয়া ও রাসেলের মধ্যে বিবাধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয় শালিসের মাধ্যমে তাদের মেলানোর চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। বৃহস্পতিবার সকালে আমগাছকে কেন্দ্র করে নিহত রাসেলের স্ত্রীর সঙ্গে বাক-বিতণ্ডা হয় জাবেদের। প্রায় ২ ঘণ্টা পর রাসেল বাড়ি ফিরলে স্ত্রী তার সঙ্গে এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলে তিনি উত্তেজিত হয়ে তার দোকানে ফিরে যান। এ সময় জাবেদ তার দোকানের সামনে গেলে রাসেল তাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। একপর্যায়ে জাবেদ উত্তেজিত হয়ে বাড়ি থেকে দা নিয়ে এলোপাথারিভাবে রাসেলকে কুপিয়ে জখম করেন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুজ্জামান জানান, পারিবারিক শত্রুতা ও একটি আমগাছকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে।

তিনি আরো জানান, এ ঘটনায় জড়িত জাবেদকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST