“নির্ভিক সত্যের দৈনিক” স্লোগানে শিক্ষানগরী রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক নতুন প্রভাত পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার আতিয়ার রহমান জুয়েলের সহধর্মিণী আসমা রহমান (৪৩) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সোমবার সকাল ৮টার দিকে রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম এলাকায় নিজ বাসভবনে ডায়াবেটিসজনিত রোগে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিকেলে বাদ আসর নগরীর তেরখাদিয়া উত্তরপাড়া জামে মসজিদে জানাজার নামায শেষে হাতেমখাঁন কবরস্থানে তাকে কবর দেয়া হয়। নতুন প্রভাতের বিজ্ঞাপন ম্যানেজার আতিয়ার রহমান জুয়েল জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে ডায়াবেটিসজনিত রোগে ভুগছিলেন। গত কয়েকদিন ধরে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
নতুন প্রভাতের শোক : দৈনিক নতুন প্রভাত পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার আতিয়ার রহমান জুয়েলের সহধর্মিণী আসমা রহমানের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও মরহুমার আত্মার মাগফিরাত কামনা নতুন প্রভাতের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। শোক প্রকাশ করেন, নতুন প্রভাতের প্রকাশক
অধ্যক্ষ সালমা শাহাদাত, ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব, বার্তা সম্পাদক তৌফিক ইমাম পান্না, মফস্বল সম্পাদক ওমর ফারুক, চীফ রিপোর্টার হাবিব আহমেদ, সার্কুলেশন ম্যানেজার বাবলু ফটো সাংবাদিক গুলবার আলী জুয়েলসহ পত্রিকার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এস/আর