প্রথমবার আয়োজন হচ্ছে লেজেন্ডস চ্যাম্পিয়ন ট্রফি (এলসিটি)। দেশের সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে এই আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ নিয়ে রাজধানীর একটি হোটেলে প্লেয়ার্স ড্রাফট বসেছিল।
টুর্নামেন্টে ৬টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে মাঠে গড়াবে এলসিটি। দলগুলো হলো একমি স্ট্রাইকার্স, এক্সপো রেইডার্স, বৈশাখী বেঙ্গল, জা’দুবে স্টার্স, জেমকন টাইটান্স ও নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স। ফ্র্যাঞ্চাইজিগুলোর আইকন হিসেবে থাকছেন যথাক্রমে, খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, হাবিবুল বাশার সুমন ও নাঈমুর রহমান দূর্জয়।
একই সঙ্গে ওপরের দলগুলো মেন্টর হিসেবে থাকছেন যথাক্রমে জাহিদ রাজ্জাক মাসুম, নাসির আহমেদ নাসু, আজহার হোসেন শান্টু, নুরুল আবেদীন নোবেল, সারোয়ার ইমন ও আথার আলী খান।
প্লেয়ার্স ড্রাফটে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান, টি স্পোর্টসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান তাসভীর।
বাংলাদেশ জাতীয় দল কিংবা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) খেলা প্রায় ১২০ লেজেন্ড ক্রিকেটার টুর্নামেন্টের জন্য নাম নিবন্ধন করেন। প্লেয়ার্স ড্রাফটের পরে আইকন ও মেন্টর মিলে প্রতিটি দলে ১৬জন করে ক্রিকেটার থাকছেন।
আগামী ১৮ থেকে ২১ ফেব্রুয়ারি কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও একাডেমি মাঠে এলসিটি টেন ডট টেন আসরটি। সম্পূর্ণ নতুন এই ফরম্যাটটি হবে ১০ ওভার ১০ বলের।
আসরটির প্রধান পৃষ্ঠপোষক সুবরা সিস্টেমস লিমিটেড। কক্সবাজার থেকে টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
এলসিটি টেন ডট টেনের আয়োজক এসিই ও ক্রিকবল। টুর্নামেন্ট আয়োজনের সার্বিক সহযোগিতা করছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।
জেএন