নিজস্ব প্রতিবেদক :
নতুন আঙ্গিকে আধুনিক চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্য নিয়ে রাজশাহী সিটি হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সিটি হাসপাতাল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বক্তব্যে মেয়র লিটন বলেন, রাজশাহীতে সিটি হাসপাতাল নতুন রূপে তৃণমূলে পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে বলে আশা করি। এই হাসপাতালে রোগিরা উন্নত চিকিৎসার আশায় আসবে। সিটি কর্পোরেশনের সীমাবদ্ধতার কারণে চিকিৎসা সেবা দেয়া সম্ভব হয়নি। এরআগে রোগি আসতো কিন্তু পুরোপুরি চিকিৎসা সেবা দেয়া যাচ্ছিলো না। এজন্য সেলট্রনের সুনাম ও দক্ষতা দেখে চুক্তি করা
হয়েছে। অনুষ্ঠানে রাজশাহী সিটি হাসপাতাল সেলট্রনের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ ফাউজুল মুবিন এর সভাপত্বিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জামিলুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুমায়ন কবির, বিপিএম, পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজস্ট্রেট নজরুল ইসলাম ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) আমির জাফর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সেলট্রন এর নির্বাহী পরিচালক মাসুদ মহিউদ্দিন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ আগত
অতিথিদেরও সেলট্রনের পক্ষ থেকে উত্তরীয় পড়িয়ে দেয়া হয়। অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওয়াত পাঠ করেন, বায়তুল হামদ্ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. বোরহান উদ্দিন। রাজশাহী সিটি হাসপাতালে সেলট্রন স্বল্পমূল্যে যেসব সেবা দেওয়া হবে সেগুলো হলো, জরায়ু ক্যান্সার পরীক্ষা, থ্রি ডি আল্ট্রাসোনোগ্রাম, নরমাল ডেলিভারি, সিজারিয়ান ডেলিভারি, এপেন্ডিসাইটিস সার্জাারি, ১২ চ্যানেল ই.সি.জি, সার্জারি, পিত্তথলী সার্জারি, হল্টার মনিটরিং, রক্ত পরীক্ষা, হার্টের মনিটরিং, ইটিটি, ইকো, হার্নিয়া, টনসিল, সিস্ট ও এক্সরে। এছাড়া সিটি হাসপাতালে ৯টি বিভাগের মাধ্যমে চিকিৎসা সেবা দেয়া হবে-গাইনী, কিডনি, দন্ত, মেডিসিন, ডায়াবেটিক, শিশু, চর্ম ও যৌন, হৃদরোগ।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।