সংবাদ বিজ্ঞপ্তি : করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর লক্ষ্যে নগর ভবনের প্রধান ফটকে বসানো হয়েছে স্বয়ংক্রিয় জীবাণুনাশক টানেল। বুধবার দুপুরে স্বয়ংক্রিয় জীবাণুনাশক টানেলের ভেতর দিয়ে নগর ভবনে প্রবেশের মাধ্যমে এর কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এখন থেকে নগর ভবনে এই টানেলের ভেতর দিয়ে প্রবেশ করতে হবে। আর টানেলের ভেতরে প্রবেশ করলে স্বয়ংক্রিয়ভাবে জীবাণুনাশক ব্যক্তির শরীরে ছিটানো হবে।
উপস্থিত ছিলেন, রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার। তিনি জানান, নগর ভবনের প্রবেশপথ ছাড়াও আরো তিনটি স্থানে তিনটি জীবাণুনাশক টানেল স্থাপন করা হচ্ছে। মেয়র মহোদয়ের নির্দেশক্রমে পর্যায়ক্রমে মহানগরীর গুরুত্বপূর্ণ মার্কেটের সামনে ও বিভিন্ন স্থানে এই টানেল স্থাপন করা হবে।
এমকে