নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর অদূরে নওহাটায় করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি রোধে সচেতনতামূলক মাসক বিতরণ করেছেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। আজ রোববার বেলা ১১টার দিকে নওহাটা বাজার এলাকায় বিপণী বিতান এবং মার্কেট সমূহে জনসাধারণ ও ব্যবসায়ীদের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। পুলিশ কমিশনার প্রতিটি মার্কেট পরিদর্শন করে
সবাইকে মাস্ক ব্যবহারে উদ্ভুদ্ধ করেন এবং মাস্ক ছাড়া কাউকে যেন কোন প্রকার সেবা প্রদান করা না হয় সে ব্যাপারে অনুরোধ করেন। নো মাস্ক, নো সার্ভিস। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, শাহমখদুম জোনের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার শাহমখদুম সোনিয়া পারভীন, পবা থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোঃ গোলাম মোস্তফা প্রমুখ।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।