নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তিন সিএনজি আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন গুরুত্বর আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নিহতরা হলেন- রফিজ, জয়নাল ও আশরাফুল। তবে তাৎক্ষনিকভাবে সকলের পরিচয় পাওয়া যায়নি। তারা সকলেই বেসরকারি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।
সোমবার সকাল পৌনে ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট ব্রীজের পূর্ব পাশে এ ঘটনা ঘটেছে।
মান্দা থানার এসআই আমিনুল ইসলাম জানান, সকালে মান্দার ফেরিঘাট থেকে ৫জন বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরির সুবাদে নওগাঁ জেলা সদরে মিটিংয়ের জন্য আসছিলেন। হঠাৎ করে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ৩ জন মারা যায়। আর গুরুত্বর আহত অবস্থায় ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের সকলের বাড়ি মান্দা উপজেলায়। লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হবে।
খবর২৪ঘন্টা/নই