নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আবু সাইদ নামে দেড় মাসের এক শিশুর মৃত্যুু হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
মৃত আবু সাইদ পোরশা উপজেলার নিতপুর দিয়াড়াপাড়ার আবু সুফিয়ানের ছেলে।
পোরশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব হাসান জানান, আবু সাইদ জন্মের পরই তার বাবা-মা শিশুটির নিউমোনিয়া উপসর্গ নিয়ে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। এতে অবস্থার উন্নতি না হলে প্রাথমিকভাবে নওগাঁ সদর হাসপাতালে পরে নওগাঁ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে নেয়া হয়। তবুও অবস্থার অবনতি হলে পরবর্তীতে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, সেখানে শিশুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে তার করোনা ফলাফল পজেটিভ আসে। পরে শিশু আবু সাইদসহ তার পরিবারকে তাদের নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়। পরে পরিবারের বাকি ছয় সদস্যেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাদের ফলাফল এখনও আসেনি।
এ অবস্থায় মঙ্গলবার দিবাগত রাতে শিশুটি মারা যায়। তবে কিভাবে শিশুটি করোনায় আক্রান্ত হলো তা জানাতে পারেননি ডা. মাহবুব হাসান।
খবর২৪ঘন্টা/নই