নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের ইদুরবটতলী মৃধাপাড়া থেকে সাজিয়া আক্তার দিয়া (১৪) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৬ মে) দুপুরে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
সাজিয়া আক্তার দিয়া নওগাঁ সদর উপজেলার ইদুরবটতলী মৃধাপাড়া মহল্লার হারুন আর রশিদের মেয়ে। সে নওগাঁ পিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনোয়ার হোসেন দিয়ার জানান, দিয়া দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। বুধবার দুপুরে সে তার ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দেয়। পরে পরিবারের সদস্যরা জানালা দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সরকারি আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
খবর২৪ঘণ্টা.কম/নজ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।